নানার সঙ্গে পুকুরে নেমেছিল আশরাফুল, পানিতে ডুবে গেল প্রাণ

২ সপ্তাহ আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসার পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

 

নিহত আশরাফুল ইসলাম নন্নী বাইঘরপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

আরও পড়ুন: নদীবেষ্টিত রাজবাড়ীতে নেই ফায়ার সার্ভিসের স্থায়ী ডুবুরি দল, উদ্ধার কাজ ব্যাহত

 

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আশরাফুলের বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে তার নানা সুলতান মিয়ার সমশ্চুড়ার বাড়িতে থেকে লেখাপড়া করতো। প্রতিদিনের মতো সোমবার সকালে স্কুলে গিয়ে যথাসময়ে দুপুরে বাড়ি ফেরে। বিকেলে নানার সঙ্গে বাড়ির পাশের মাদরাসার কাছে পুকুরে গোসল করতে নামে।

 

এ সময় অসাবধানতাবশত নানার অজান্তেই আশরাফুল পানিতে ডুবে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে প্রায় ১০ মিনিট পর পানির নিচ থেকে আশরাফুলকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আশরাফুলকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন