নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ

১ সপ্তাহে আগে
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জাল নোটগুলো জব্দ করা হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। আটকরা হলেন- আরিফ হাওলাদার, ফেরদৌস হাওলাদার, আরিফ হোসেন, মোস্তফা খান ও রফিকুল। তাদের বাড়ি বরিশাল, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলায় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই পাঁচ যাত্রীর ব্যাগ থেকে ৯২৪টি ১ হাজার ও ৯৫টি ২০০ টাকার জাল নোট জব্দ করা হয়। আটকরা জাল টাকার মাধ্যমে রংপুর থেকে আলু কেনার পরিকল্পনায় সেখানে যাচ্ছিল বলে জানান পুলিশ সুপার।
সম্পূর্ণ পড়ুন