নাটোরে মবের নামে নাশকতা, ৪ যুবক গ্রেফতার

৩ সপ্তাহ আগে
নাটোরের বাগাতিপাড়ায় মবের নামে নাশকতার অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাতে তাদের আটক করে সেনাবাহিনী এবং পরে তাদের বাগাতিপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেফতাররা হলেন: উপজেলার বাজিতপুর এলাকার অনিক হাসান (২৫), আরিফুল ইসলাম (২৩), রহিমানপুর এলাকার রাফি ঊদ্দিন (২০) এবং মিজানুর রহমান (৪৫)।


নাটোর সেনা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর ও রহিমাপুর গ্রামের মধ্যে অগ্নিসংযোগ লুটপাট সংঘর্ষের তথ্য পায় সেনাবাহিনী। সেই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আটকদের বাগাতিপাড়া থানায় সোপর্দ করা হয়।


আরও পড়ুন: জামালপুরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন