শুক্রবার (২০ জুন) বিকালে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
ঝলমলিয়া হাইওয়ে থানার পরিদর্শক আবুল কালাম জানান, ঢাকার মিরপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর এবং তার আত্মীয় শহিদুল ইসলামসহ আরও একজন নাটোরে আম কিনতে এসেছিলেন। বিকেলে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাইপাস সড়ক দিয়ে হরিশপুর যাওয়ার পথে বনবেলঘড়িয়া এলাকায় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাকে চাপা দেয়।
আরও পড়ুন: নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক বাবু ও শিক্ষার্থী সাগর মারা যান। গুরুতর আহতদের প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। তাদের একজন ঢাকার মিরপুরের শহিদুল ইসলাম। তবে অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।
]]>