নাটোরে ট্রাক চাপায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

৩ দিন আগে
নাটোর শহরের বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মজিবর রহমান (৫২) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত মজিবর রহমান সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

 

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, মজিবর রহমান হয়বতপুর বাজার থেকে কাঁচামাল কিনতে সিএনজি চালিত অটোতে স্টেশন বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে মজিবর গুরুতর আহত হন।

 

আরও পড়ুন: নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন