ঘরের মাঠে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল। নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হয়। তবে অতিরিক্ত সময়ে রিয়ালের সঙ্গে আর পেরে ওঠেনি সেল্টা।
ম্যাচে প্রথমে দুই গোলে লিড পায় রিয়াল। ৩৭তম মিনিটে প্রতি-আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোড়াল শটে গোল করেন এমবাপ্পে। বিরতির পর তৃতীয় মিনিটে আবারও গোল পায় রিয়াল। দিয়াজের পাস পেয়ে দারুণ গোল করেন ভিনিসিউস।
আরও পড়ুন: দুবার অফসাইডের ফাঁদে পড়েও ৫ গোলে কোয়ার্টার ফাইনালে বার্সা
ম্যাচটি রিয়ালের সহজ জয়ই মেনে নিয়েছিল অনেকে। তবে শেষ দশ মিনিটে ঘুরে দাঁড়ায় সেল্টা ভিগো। ৮৩তম মিনিটে বামবা গোল করে ব্যবধান কমান। এরপর বাড়ানো সময়ের প্রথম মিনিটে সেল্টাকে সমতায় ফেরান সাবেক বার্সা তারকা মার্কোস আলোনসো। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথম হাফে গোল পায়নি রিয়াল। তবে দ্বিতীয় হাফে তিনটি গোল করে তারা। ১০৮তম মিনিটে বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে নেন এন্ড্রিক। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভের্দে। আর ১১৯তম মিনিটে রিয়ালের পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিক।