টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। বল হাতে শুরুটা দারুণ করে গিলের দল। ২৬ রানের মাথায় দুই ওপেনারকে হারায় মুম্বাই। তবে উইল জ্যাকস ও সূর্যকুমারের ব্যাটে লড়াই করার পুঁজি পায় মুম্বাই। দলের সর্বোচ্চ রান আসে জ্যাকসের ব্যাট থেকে। ৩৫ বলে ৫৩ রান করেন এই ইংলিশ ব্যাটার।
এছাড়াও সূর্যকুমার ২৪ বলে ৩৫ এবং শেষ দিকে ২২ বলে ২৭ করেন বস। তাতে ৮ উইকেটে ১৫৫ রান জড়ো করে রোহিত শর্মার দল। গুজরাটের হয়ে ২ উইকেট নিয়েছেন সাই কিশোর।
১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সুদর্শনকে হারায় গুজরাট। এরপর গিল ও বাটলার দলকে এগিয়ে নিতে থাকেন। পাওয়ারপ্লে শেষে রানের গতি বাড়ান দুজন। তবে ২৭ বলে ৩০ রান করে দলের ৭৮ রানের মাথাতে বিদায় নেন বাটলার। গিল এগিয়েছেন ধীরেসুস্থে। ৪৬ বলে ৪৩ রান করে বিদায় নেন গুজরাটের অধিনায়ক।
আরও পড়ুন: সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন নরেন্দ্র মোদি, নেপথ্যে রাজনীতি!
এরপর শেরফান রাদারফোর্ড নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করেন। তবে তাকে থামান বোল্ট। ১৫ বলে ২৮ রানে ফেরেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। এরপর নামে বৃষ্টি। তাতে খেলা অনেকক্ষণ বন্ধ থাকে। বৃষ্টির পর গুজরাটের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১৪৭ রান।
নাটকটা হয় শেষ ওভারে। শেষ ৬ বলে দরকার ছিল ১৫ রান। চাহারের শেষ ওভারে তেভাটিয়া একটি চার ও কোয়াটজি একটি ছক্কা হাঁকান। তবে ছয় মারতে গিয়ে আউট হন কোয়াটজি। শেষ বলে ১ রান লাগলে তা নিয়ে নেন আরশাদ খান।
এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো গুজরাট। ১৪ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই।