শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে প্রায় ৫০টি মোটরসাইকেল নিয়ে উপজেলার রামারপোল গ্রাম থেকে শোডাউনটি প্রথমে নাজিরপুর গিয়ে আবার রামারপোলে ফেরত আসে।
এ সময় নাজিপুরের যুবদল নেতা ফয়সাল হোসেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় তিনি বলেন, দেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন। এখন হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
আরও পড়ুন: জামায়াত নেতার মুক্তির দাবিতে পাবনায় স্মরণকালের শোডাউন
এ সময় বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
শোডাউনে নাজিরপুরের যুবদল নেতা সুমন ভূঁইয়া এবং মুলাদী উপজেলা বিএনপির সদস্য কবির আকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
]]>