নাজিরপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে শোডাউন

৩ সপ্তাহ আগে
ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাতে মাঠ পর্যায়ে জনগণকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় প্রচারণার অংশ হিসেবে বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদল শোডাউন দিয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে প্রায় ৫০টি মোটরসাইকেল নিয়ে উপজেলার রামারপোল গ্রাম থেকে শোডাউনটি প্রথমে নাজিরপুর গিয়ে আবার রামারপোলে ফেরত আসে।

 

এ সময় নাজিপুরের যুবদল নেতা ফয়সাল হোসেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এসময় তিনি বলেন, দেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন। এখন হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

 

আরও পড়ুন: জামায়াত নেতার মুক্তির দাবিতে পাবনায় স্মরণকালের শোডাউন

 

এ সময় বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

 

শোডাউনে নাজিরপুরের যুবদল নেতা সুমন ভূঁইয়া এবং মুলাদী উপজেলা বিএনপির সদস্য কবির আকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন