নাচোলে সাপে কামড়ালো ২ গৃহবধূকে, কাউকেই বাঁচানো গেল না

৩ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক পৃথক সাপের কামড়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ও বিকেলে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের রেললাইন পাড়া ও ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ে মারা যাওয়া গৃহবধূরা হলেন, নাচোল উপজেলার মাধবপুর গ্রামের আব্দুল্লাহীল কাফির স্ত্রী সাহিদা বেগম (৩৫) এবং রেললাইন পাড়ার শাজাহানের স্ত্রী লতিফা বেগম (৪৫)।

 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে বাড়ির কাজ করার সময় একটি বিষাক্ত সাপ সাহিদা বেগমকে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে নিয়ে যায় স্থানীয় কবিরাজের কাছে। সেখানে গেলে ওই গৃহবধূর শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজশাহী যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: সাপের কামড়ে মৃত্যু ঠেকাতে ‘সর্বজনীন অ্যান্টিভেনম’ তৈরির আরও কাছে বিজ্ঞানীরা!

 

অন্যদিকে, লতিফা বেগমকে সাপে কামড়ালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যদিও সাপগুলো নিহতের স্বজনরা মেরে ফেলেছে। পুলিশ জানায়, এই দুই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন