নাগরিকদের ইসরাইলে না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

৩ সপ্তাহ আগে
নিজ দেশের নাগরিকদেরকে আপাতত ইসরাইল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। রোববার (১৫ জুন) দেশটির পররাষ্ট্র দফতর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরান-ইসরাইল উত্তেজনা বাড়তে থাকায় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে এই পরামর্শ দেওয়া হয়েছে।


এছাড়া এরইমধ্যে যেসব ব্রিটিশ নাগরিকরা ইসরাইল বা অধিকৃত ফিলিস্তিন এলাকায় অবস্থান করছেন, তাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে।, “পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এতে খুবই ঝুঁকি রয়েছে। পরিস্থিতি খুব দ্রুত ও পূর্ব সতর্কতা ছাড়াই আরও খারাপের দিকে যেতে পারে।”

 

আরও পড়ুন: ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় কেন হামলা চালাল ইরান


দুদিন আগে যুক্তরাজ্য “অত্যাবশ্যকীয়” কারণ ছাড়া ইসরাইলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল নাগরিকদের।


ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার কারণে গত তিন দিন ধরে ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় সেখানে যাওয়া-আসা করা সম্ভব হচ্ছে না।

 

গত শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। পরদিন থেকে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এখন পর্যন্ত দুই দেশের বহু স্থাপনা ধ্বংস হয়েছে। হতাহত হয়েছেন কয়েক শত মানুষ।

 

আরও পড়ুন: ইসরাইলের কাছে ‘কিছু বার্তা’ পৌঁছে দিতে সাইপ্রাসকে অনুরোধ করেছে ইরান

]]>
সম্পূর্ণ পড়ুন