নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণ, নিহত ৬০

২ সপ্তাহ আগে
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাঙ্কার ট্রাক উল্টে বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। শনিবার ( ১৮ জানুয়ারি) নাইজার রাজ্যে এ ঘটনা ঘটে। দ্য ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এফআরএসসি জানায়, ট্রাকটি উল্টে গেলে রাস্তায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ে ও  বিস্ফোরণ ঘটায়।  

 

গত অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি বিস্ফোরণের পর নাইজার রাজ্যের এই দুর্ঘটনাটি ঘটল। ওই বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়েছিল, যা আফ্রিকার জনবহুল দেশটিতে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডির একটি।

 

আরও পড়ুন:মরক্কো উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

 

নাইজার রাজ্যের এফআরএসসি সেক্টর কমান্ডার কুমার সুকওয়াম বলেছেন, নিহতদের বেশিরভাগই স্থানীয় দরিদ্র বাসিন্দা যারা ট্রাকটি উল্টে যাওয়ার পর ছিটকে পড়া পেট্রোল তুলতে ছুটে এসেছিলেন।


তাদের থামানোর জন্য চেষ্টা করা হলেও জ্বালানি সংগ্রহের জন্য অনেক মানুষ সেখানে জড়ো হন বলে সুকওয়াম এক বিবৃতিতে বলেছেন।

 

তিনি বলেন, ‘হঠাৎ করেই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় এবং পাশের আরেকটি ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন বলে জানান সুকওয়াম।'

 

আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটিতে এই ধরনের দুর্ঘটনা সাধারণ হয়ে উঠেছে। এরইমধ্যে এমন দুর্ঘটনায় দেশটিতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন, যারা দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন।

 

আরও পড়ুন:নাইজেরিয়ার সেনাবাহিনীর ‘ভুলবশত’ হামলায় নিহত ১৬


২০২৩ সালের মে মাসে রাষ্ট্রপতি বোলা টিনুবু ক্ষমতায় আসার পর থেকে নাইজেরিয়ায় পেট্রোলের দাম ৪০০ শতাংশেরও বেশি বেড়েছে।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন