মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চাকমা পাড়ার লেবু বাগান ফাত্রাঝিরি ঝর্নায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মেহরাবের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলায়কায়।
পুলিশ ও স্থানীয়রা জানায় মঙ্গলবার সকালে উখিয়ার মরিচ্যা এলাকা থেকে ১৮ জনের একটি দল নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চাকমা পাড়া লেবু বাগান ফাত্রাঝিড়ি ঝরনা দেখতে যায়। গোসল শেষে ফিরে আসার সময় বৈরি আবহাওয়ায় বৃষ্টিতে বড় খালের পানি বেড়ে যাওয়ায় খালের পাড় দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ বাঁশের ডাল ভেঙে পানিতে পড়ে স্রোতে ভেসে চলে যায় মেহরাব। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পানির স্রোতে ভেসে অন্যত্র চলে গেছে সে। এই খালটি ধুরুম খালি খাল হয়ে রেজুখাল হয়ে সাগরে চলে গেছে।
আরও পড়ুন: লঞ্চঘাটে পা পিছলে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশরুরুল হক বলেন নিখোঁজের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে ক্যাম্পের পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ১১ ই জুন আলিকদমে বেড়াতে গিয়ে খাল পার হওয়ার সময় ৩ পর্যটক নিখোঁজ হয়। দুজনের লাশ পাওয়া গেলেও এখনো নিখোঁজ এক পর্যটক।