নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

১ সপ্তাহে আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে ইউনুছ নামে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৩৩–৩৪ এর মাঝামাঝি মিয়ানমারের লাল কাইন্দা এলাকায় এ ঘটনা ঘটে।


আহত যুবক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং এজাহার হোসেনের ছেলে।


স্থানীয়রা জানায়, চোরাই পণ্য আনা নেওয়ার জন্য রোহিঙ্গা যুবক ইউনুছ রাতের বেলা মিয়ানমার সীমান্তে প্রবেশ করলে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। পরে সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে তার চিৎকার শুনে দুজন বাংলাদেশি যুবক ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।


আরও পড়ুন: নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত


ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন মাইন বিস্ফোরণে ওমর মিয়া নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে গত এক সপ্তাহে সীমান্তে মাইন বিস্ফোরণে ৪ জন আহত হন।

]]>
সম্পূর্ণ পড়ুন