স্থানীয়রা জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অপরিচিত কয়েকজন আলুভর্তি একটি বড় ট্রলার ওই খালের পাড়ে নিয়ে আসেন। পরে আলুর বস্তাগুলো ট্রলার থেকে খালের পার্শ্ববর্তী জমিতে উঠিয়ে রেখে ট্রলার খালি চলে যায়। এ সময় তারা (এলাকাবাসী) ভেবেছিলেন হয়তো এই আলু কেউ কিনেছেন। তারা নিয়ে যাবেন। কিন্তু বুধবার দিন রাত থেকে শনিবার পর্যন্ত ওই আলুর বস্তা কেউ না নেয়ায় পরিত্যক্ত অবস্থায় ওখানেই বস্তাগুলো পড়ে থাকে। পরে স্থানীয় ইউপি সদস্য মিন্টু খানকে বিষয়টি জানানো হয়।
মগড় ইউনিয়ন পরিষদের সদস্য মিন্টু খান বলেন, আমি বিষয়টি জেনে এবং আলুর মালিককে খুঁজে না পেয়ে রোববার নলছিটি থানা পুলিশকে এই ঘটনা জানাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলুর বস্তাগুলো জব্দ করে।
আরও পড়ুন: চাষিদের সুবিধায় ডিসেম্বর পর্যন্ত হিমাগারে আলু রাখার সুযোগ চাইলেন কৃষি উপদেষ্টা
মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেন জানান, জব্দ আলুর বস্তাগুলো তার জিম্মায় দেয়া হয়েছে।
নলছিটি থানার পরিদর্শক মো. আশরাফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে যাই। ওই ৪০০ বস্তা আলুর কোনো মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: আলুর সিন্ডিকেট ওনার লোকেরাই নিয়ন্ত্রণ করছেন, তারেক রহমানকে নাসীরুদ্দীন
এ অবস্থায় ওই আলুর বস্তাগুলো জব্দ করে মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেনের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·