শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনটি আসনের মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। পরে রাত ৯টায় ত্রুটিপূর্ণতার কারণে ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নরসিংদী -১ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা জামাল, নরসিংদী-৩ (শিবপুর) আসনে জনতার দল মনোনীত প্রার্থী এনামুল হক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো: গোলাপ মিয়া ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান।
আরও পড়ুন: মৌলভীবাজারে ৫ জনের মনোনয়নপত্র বাতিল
জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, আমরা চেষ্টা করেছি ছোটখাট ত্রুটির কারণে যাতে কারও মনোনয়ন বাতিল না হয়। প্রাথমিকভাবে যেসব ছোট ত্রুটি পাওয়া গেছে সেসব সংশোধনের সুযোগ দিয়ে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৪জনের মনোনয়ন অসম্পূর্ণ থাকায় বাতিল ঘোষণা করা হয়।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·