সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচার বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন: বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২২) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শফিক (২১)।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, ব্যবসায়ীক কাজ শেষে মাহমুদুল হাসান রাজ ও শফিক মোটরসাইকেলে করে মনোহরদী থেকে শিবপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পচার বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহমুদুল মারা যান। স্থানীয়রা আহত শফিককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত দুজনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে যুবলীগ নেতার কোটি টাকার সম্পত্তি জব্দ
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।’
]]>
১১ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·