নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচার পরিবার

৩ সপ্তাহ আগে
নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আপন দুই ভাইকে নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তাদেরই চাচা, চাচি এবং চাচাতো ভাইদের বিরুদ্ধে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত দুই ভাই হলেন- বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর দুই ছেলে: অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা এবং অভিযুক্তরা ঘনিষ্ঠ আত্মীয় এবং পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। বিকেলে একটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের ড্রেন নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। বিষয়টি গড়ায় তুমুল ঝগড়ায়, যার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় অলিউল ও সাজ্জাদুলের উপর।


হামলাকারীরা ছিলেন নিহতদের চাচা মামুন, চাচাতো ভাই দিদারুল ও বিদ্যুৎ। হামলার সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা। গুরুতর আহত অবস্থায় বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: সালিশে সাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন