নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত বেড়ে ৬

৩ সপ্তাহ আগে
নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন (২৬) নামের এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন (২৬) ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে পলাশ উপজেলা বাসস্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল এর নেতৃত্বে তাঁর সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখী হয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন ও আঘাতে আহত হয় বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল এবং পুলিশসহ আরও ৬ জন। খবর পেয়ে পলাশ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের 


আহতদের মধ্যে ছাত্রদল কর্মী ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল রোববার নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় শোডাউন করতে আসেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন