নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৩

২ সপ্তাহ আগে
নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন (৩০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অটোরিকশা ও মোবাইলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রাকিবা (২৫) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পলাশ থানায় (১৬ জুন) একটি এজাহার দায়ের করার পর দিনগত রাতেই নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পলাশ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। পরে এ হত্যাকাণ্ডের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। 


এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা, ৫৮০ টাকা, দুটি মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাকু, দুটি চাপাতি উদ্ধার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন পলাশ উপজেলার জয়পুরা গ্রামের আব্দুল বাতেন মৃধার ছেলে ইসমাইল মৃধা (কসাই ইসমাইল ২৫), খানেপুর গ্রামের সাদেকের ছেলে শাকিল (২৯) ও নরসিংদী সদরের শ্রীনগর দড়িপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে কবির হোসেন (৫৪)। 
 
আরও পড়ুন: নরসিংদীতে ছাত্রদলের নেতাদের ওপর গুলিবর্ষণের ঘটনায় বিক্ষোভ-প্রতিবাদ

পুলিশ ও নিহতের স্ত্রী রাকিবা জানান, শনিবার (১৪ জুন) দুপুর ১ টার দিকে দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে সেদিন তিনি আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন (১৫ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে পলাশ উপজেলার ধনারচর এলাকার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশের একটি কলাবাগানে দেলোয়ার হোসেনের মরদেহ পাওয়া যায়। দুষ্কৃতকারীরা তার গলাকেটে ভুড়ি বের করে শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে উলঙ্গ অবস্থায় ঘটনাস্থলে ফেলে রাখে এবং তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে তার মরদেহ অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ খবর পেয়ে নিহতের স্ত্রী রাকিবা ওই হাসপাতালে গিয়ে তার স্বামীর মরদেহ শনাক্ত করে।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইসমাইল, কবির ও শাকিল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও গত বছরের ইউনুস নামে এক অটোচালককেও হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে বলে তথ্য দিয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন