সবারই শ্রেষ্ঠত্ব অর্জনের আকাঙ্ক্ষা থাকে। তবে কিছু গুণাবলি একজন মানুষকে প্রকৃত শ্রেষ্ঠত্ব দান করে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন। তারা হচ্ছেন:
কোরআন শেখা ও শেখানো
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। (বুখারি, হাদিস: ৫০২৭)
উত্তম আচরণ
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। (বুখারি, হাদিস: ৬০৩৫)
ঋণ পরিশোধ
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে সর্বসেরা ওই ব্যক্তি, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। (বুখারি, হাদিস: ২৩০৫)
মানুষ শঙ্কামুক্ত
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। (তিরমিজি, হাদিস: ২২৬৩/২৪৩২)
মানুষের উপকারী
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সর্বোত্তম মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। (সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৮৯)
স্বচ্ছ অন্তর
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, সত্যবাদী মুখ বোঝা গেল; কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যার অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। (সহিহুল জামে, হাদিস: ৩২৯১)
আরও পড়ুন: মানুষ মারা গেলে কখন বুঝতে পারে সে মারা গেছে
উত্তম প্রতিবেশী
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম। (তিরমিজি, হাদিস: ১৯৪৪)
আল্লাহকে বেশি ভয়কারী
আবু হুরাইরা (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ‘শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ কে?’ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষের মধ্যে আল্লাহ তায়ালার কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি, যে আল্লাহকে বেশি ভয় করে। (বুখারি, হাদিস: ৪৬৮৯)
আল্লাহর পথে লড়াইকারী
আবু সাঈদ খুদরি (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল, সর্বোত্তম মানুষ কে?’ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওই মুমিন, যে নিজ জীবন-সম্পদ নিয়ে আল্লাহর পথে জিহাদ করে। (বুখারি, হাদিস : ২৭৮৬)
যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়
আসমা বিনতে ইয়াজিদ (রা.) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। (ইবনে মাজাহ, হাদিস: ৪১১৯)
পরিবারের দুঃখ দূর করা
সুরাকা ইবনে মালিক (রা.) বর্ণিত একবার নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেয়ার সময় বলেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে অন্যের ওপর অত্যাচার করা ছাড়া নিজ পরিবার ও আত্মীয়স্বজন থেকে সব অনিষ্ট দূর করে। (আবু দাউদ, হাদিস: ৫১২০)
আরও পড়ুন: রসুলের আদর্শ মতে দেশের সংস্কার হলে সত্যিকার সোনার বাংলা হবে: মুফতি সাখাওয়াত রাজী
তওবা করা
আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে, যে গুনাহ করে ফেললে অধিক তওবা করে থাকে। (শুআবুল ঈমান, হাদিস : ৬৭১৯)
]]>