মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারে মানববন্ধনের আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা’, ‘সুন্দরবন রক্ষায় আমরা’ ও ‘পশুর রিভার ওয়াটারকিপার’ নামের তিন সংগঠন।
এবারের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য ছিল ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’। মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি তোলেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’র নেত্রী কমলা সরকার, ‘সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মো. হাছিব সরদার, ‘পশুর রিভার ওয়াটারকিপার’র স্বেচ্ছাসেবক মো. ডলার মোল্লা, মেহেদী হাসান, রত্না শেখ, শীলা সরদার, তন্বী মণ্ডলসহ আরও অনেকে।
আরও পড়ুন: বাসযোগ্য দেশ গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জলবায়ু কর্মীদের
বক্তারা বলেন, আমাদের পরিবেশ আমাদের অধিকার। এটি রক্ষা করা সবার দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মানুষ ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাবে।
তারা আরও বলেন, ‘নদ-নদীগুলো প্লাস্টিক ও পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ভালো থাকলে মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। তাই ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারায় পরিবর্তন আনতেই হবে।’
বক্তারা আরও বলেন, ‘সবুজ পৃথিবী গড়তে পরিবেশবান্ধব স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তর ঘটানো এখন সময়ের দাবি।’
মানববন্ধনে কৃষক, জেলে, নারী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
]]>