ভারতের ভোপালের এক নবদম্পতি তাদের পোষা প্রাণীর পারস্পরিক শত্রুতা সামলাতে না পেরে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্বামী–স্ত্রীর মধ্যে নয়, মূল বিরোধ তাদের আদরের কুকুর ও বিড়ালকে ঘিরে।
ভোপাল ফ্যামিলি কোর্টের এক কর্মকর্তা জানান, প্রাণীপ্রেম থেকেই দুজনের পরিচয়, বন্ধুত্ব ও পরিণয়ে রূপ নেয় সম্পর্কটি। কিন্তু যে ভালোবাসা তাদের একত্র করেছিল, সেটিই আজ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে... বিস্তারিত