শনিবার (২৮ জুন) দুপুরে স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শাকবাড়িয়া নদী (সরকারি জলাশয়) লবণ পানি হতে মুক্ত করে মিষ্টি পানি সংরক্ষণ করতে হবে। আমরা লবণ পানি থেকে মুক্তি চাই। গ্রামবাসীরা কৃষি ক্ষেত্রে মিষ্টি পানি দিয়ে কৃষি কাজ করে ফসল উৎপাদন করব।’
শাকবাড়িয়া উন্মুক্তকরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আরও পড়ুন: কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে ফের সড়ক অবরোধ
মানববন্ধনে স্থানীয় জি এম আনোয়ার হোসেন, কৃষক মো. আলাউদ্দিন, মো. লুৎফর মোল্লা, মো. আবুল হোসেন গাজী, মো. আছাফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।