এবার গন্তব্য কাশ্মীরের নদী ও উপত্যকাশোভিত আরেক জনপদ। এর নাম পেহেলগাম। ডাল লেক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে গেলে পেহেলগাম। পথে পথে নানা বৈচিত্র্য। চারপাশের দৃশ্য ভীষণভাবে মুগ্ধ করে। কখনো ফসলের মাঠ, জাফরানখেত, কোথাও আখরোট ও আপেলের বাগান। আবার কখনো পাহাড়ের গা ঘেঁষে ঝরনার সঙ্গে পথচলা। কলকল ধ্বনিতে ঝরনার পানি এমনভাবে বয়ে যায়, যেন তানপুরার এক মায়াবী সুর। দূরে বরফে ঢাকা পর্বতমালা আর সবুজ প্রান্তর। রাস্তার দুপাশে খাবার, ফলমূল, নান্দনিক গহনা ও ঐতিহ্যবাহী শালের দোকান তো আছেই। চলার পথটাও যে কত সুন্দর, সেটা বোঝানো যাবে না।