নানাবিধ দাবির পসরা সাজানো এই সব দিনলিপি
মাঝেমধ্যে ভয়ানক দায়বদ্ধতা নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করতে থাকে।
একটা নতুন ভোরের পথে ছুটে চলার সংগ্রাম আমাদের অতি পুরাতন;
যার পেছনে শত শত বছর ব্যয়।
জুলাইয়ের বিপ্লবী চেতনায় এবার বঙ্গভূমির সূর্যোদয় হোক
প্রকৃত দেশ গড়ার দীপ্ত প্রতিশ্রুতি।