বুধবার (১১ ডিসেম্বর) ইতালীয় সংবাদপত্র ‘ইল করিয়েরে ডেলা সেরা’কে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আল- বশির বলেন, ‘সরকারি কোষাগারে খুব সামান্য সিরিয়ান পাউন্ড রয়েছে। অথবা কিছুই নেই।’
‘আমাদের কাছে কোন বৈদেশিক মুদ্রা নেই। আর্থিকভাবে আমরা খুব খারাপ অবস্থায় আছি। সেজন্য ঋণ ও বন্ডের জন্য আমরা এখনও তথ্য সংগ্রহ করছি’, যোগ করেন নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:সিরিয়ায় হচ্ছে অন্তর্বর্তী সরকার, দায়িত্বে মোহাম্মেদ আল-বশির
বশির বলেন, ‘তার সরকার লক্ষ লক্ষ সিরীয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনবে। সমস্ত নাগরিককে সুরক্ষা দেবে এবং তাদেরকে মৌলিক পরিষেবা দেবে। তবে এসব করা তার সরকারের জন্য কঠিন হবে; কারণ সিরিয়ায় বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকট আছে। সিরিয়াকে নতুন করে নির্মাণ করতে সরকারের ফান্ড প্রয়োজন।’
সিরিয়ায় ১২ দিনের অভিযানে বিদ্রোহীদের দামেস্ক দখল করা এবং আসাদের পতন ঘটনানোর আগে উত্তর-পশ্চিম সিরিয়ার একটি ছোট অঞ্চলের বিদ্রোহী-নেতৃত্বাধীন ‘সালভেশন সরকার’ পরিচালনা করে আসছিলেন মোহাম্মদ আল-বশির।
এর আগে মার্কিন কর্মকর্তারা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীদের নেতৃত্ব গ্রহণ করার পরিবর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ‘নতুন সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আন্তরিক হতে হবে। প্রয়োজন, এমন সব মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। সিরিয়া যাতে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার না হয় বা তার প্রতিবেশীদের জন্য হুমকি সৃষ্টি না করতে পারে তা নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন:সিরিয়ায় ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ গড়ে তুলবে ইসরাইল!
এদিকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে বশির বলেন, মার্চের ১ তারিখ পর্যন্ত সিরিয়ায় অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে।
এর আগে সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে আকস্মিক হামলায় একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয় বিদ্রোহীরা। গত রোববার চূড়ান্ত হামলায় রাজধানী দামেস্ক দখল করার পর পতন নিশ্চিত হয় বাশার আল-আসাদ সরকারের। এরপর দেশটির অর্ন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয় বশিরকে।