নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে মন্দার ঝুঁকি ৪৫ শতাংশ

১ সপ্তাহে আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে মন্দা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান শ্যাকস।

এতে সতর্ক করে বলা হয়, ট্রাম্পের নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের আর্থিক অবস্থা খারাপ হচ্ছে এবং বিনিয়োগের ওপর ক্রমাগত চাপ পড়ছে।

 

সোমবার (৭ এপ্রিল) ‘ইউএস ডেইলি: কাউন্টডাউন টু রিসেশন’ শীর্ষক একটি গবেষণা নোটে, গোল্ডম্যান আগামী ১২ মাসে দেশের অর্থনীতিতে ৪৫ শতাংশ মন্দা বাড়ার আশঙ্কা করেছে। যা আগের সপ্তাহের চেয়ে ৩৫ শতাংশ বেশি বাড়বে।

 

এতে আরও দেখানো হয়, ২০২৫ সালের মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস ১.০ শতাংশ থেকে কমে ০.৫ শতাংশ হয়েছে।


২ এপ্রিল ট্রাম্প অনেক দেশের আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া ১১ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন। এই ঘোষণার পর গোল্ডম্যানের গবেষণায় মন্দার কথা বলা হয়।

 

গত শনিবার থেকে অনেক দেশের আমদানি পণ্যের ওপর ট্রাম্পের একতরফা ১০ শতাংশ শুল্ক আদায় করা শুরু হয়েছে। আগামী বুধবার থেকে প্রতিটি দেশের ওপর ১১ থেকে ৫০ পর্যন্ত ব্যাপক হারের এই পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

আরও পড়ুন:ট্রাম্পের শুল্ক আরোপের পর ৫০ দেশ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায়

  

অনেক দেশ অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতায় ভুগছে দাবি করে ট্রাম্প এই শুল্ক আরোপের পদক্ষেপ নেন বলে জানানো হয়। 

 

এদিকে ৯ এপ্রিল থেকে এই শুল্ক বৃদ্ধি কার্যকর হলে ইইউ ২০ শতাংশ এবং চীন ৩৪ শতাংশ শুল্ক আরোপের সম্মুখীন হবে। বেইজিং এরইমধ্যেই মার্কিন পণ্যের ওপর একই হারে পাল্টা শুল্ক ঘোষণা করেছে। যেখানে অন্য দেশগুলো ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং পাল্টা ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

গোল্ডম্যান বিশ্লেষকরা নোটে বলেছেন, হোয়াইট হাউসের ‘পাল্টা’ শুল্ক ঘোষণা এবং চীনা সরকারের প্রতিশোধমূলক শুল্ক ঘোষণার জবাবে আর্থিক পরিস্থিতি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি খারাপ হয়ে উঠছে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পরে বিদেশি ভোক্তাদের বয়কট এবং নীতিগত অনিশ্চয়তা বাড়ায় সম্ভবত আমাদের পূর্বের ধারণার চেয়েও বেশি মূলধন ব্যয় হ্রাস পাবে।


এদিকে ব্যাংকটি আরও বলেছে, তাদের পূর্বাভাসে ধারণা করা হচ্ছে, এই সপ্তাহে বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্র কিছু শুল্ক প্রত্যাহার করতে পারে। তবে যদি ৯ এপ্রিলের বেশিরভাগ শুল্ক কার্যকর হয় তাহলে মন্দার আশঙ্কা করা অমূলক নয়।

 

আরও পড়ুন:এক বছরে ট্রাম্পের সম্পদ দ্বিগুণ হলো যেভাবে

 

এছাড়া অন্যান্য বিশ্লেষকরাও একই রকম সতর্কতা জারি করেছেন এবং বেশ কয়েকটি বিনিয়োগ ব্যাংক গত সপ্তাহে মন্দার ঝুঁকির পূর্বাভাস বাড়িয়েছে। 

 

সূত্র: আর টি

]]>
সম্পূর্ণ পড়ুন