নতুন বছরে মাঠে নেমেই মেসির গোল, তবুও জয়বঞ্চিত মায়ামি

১ সপ্তাহে আগে
ইউরোপের ক্লাব ফুটবল এখন মৌসুমের মাঝামাঝি থাকলেও মেজর লিগ সকার (এমএলএস) নতুন মৌসুম শুরুর অপেক্ষায়। গত মৌসুমে এমএলএসের প্লেঅফে বাদ পড়ে যাওয়ায় ইন্টার মায়ামির মৌসুম একটু আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। ফলে নতুন মৌসুম শুরুর আগে বড় ছুটি পেয়েছিলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। তাতে মেসিভক্তরা বঞ্চিত হয়েছে ফুটবল জাদুকরের নিত্যনতুন কীর্তি দেখতে না পেরে। অবশেষে সেই আক্ষেপ দূর হলো। দুধের স্বাদ ঘোলে মেটানোও বলা চলে অবশ্য। প্রতিযোগিতামূলক ম্যাচে না হোক, অন্তত প্রীতি ম্যাচে হলেও তো মাঠে নামলেন আর্জেন্টাইন জাদুকর। ইন্টার মায়ামির জার্সিতে নতুন বছরে প্রথমবার মাঠে নেমেই পেলেন গোলের দেখা। তাতেও অবশ্য জয় পেল না দল।

রোববার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। নতুন বছরে প্রথমবার খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।


তবে মেসি গোল পেলেও হারের পথেই ছিল ইন্টার মায়ামি। একদম শেষ মুহূর্তে গোল করে মায়ামির হার ঠেকান টমাস আভিলেস।


এমএলএসের নতুন মৌসুম শুরু হবে ফেব্রুয়ারিতে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি। ক্লাব আমেরিকার বিপক্ষে এই প্রীতি ম্যাচ দিয়েই নতুন বছরকে স্বাগত জানাল লিওনেল মেসির দল। কাঙ্ক্ষিত জয় না পেলেও একদম হতাশও হতে হয়নি তাদের। সবচেয়ে বড় কথা গোল দিয়েই বছর শুরু করেছেন মেসি।

 

New year, same story. 😏

Suarez to Messi for the first @InterMiamiCF preseason goal of 2025. pic.twitter.com/NZZi0qTtiE

— Major League Soccer (@MLS) January 19, 2025

 

আরও পড়ুন: মিলানকে হারিয়ে চারে উঠলো জুভেন্টাস


এদিন মাঠে আধিপত্য ছিল ক্লাব আমেরিকারই। ৬৫ শতাংশ সময় বল তাদের দখলেই ছিল। গোলেও শট নিয়েছে বেশি। ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে মায়ামি ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে।


৩১ মিনিটে এগিয়ে যায় ক্লাব আমেরিকা। হেনরি মার্টিন গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩ মিনিট পরেই মায়ামিকে সমতায় ফেরান অধিনায়ক মেসি। লুইস সুয়ারেজের পাস থেকে বছরের প্রথম গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।


 

মেসি গোল পেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। ছবি: এক্স


৫২ মিনিটে ফের এগিয়ে যায় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেইয়েস গোলটি করেন। ৬৫ ও ৬৬ মিনিটে সুয়ারেজ ও মেসিকে মাঠ থেকে তুলে নেন  ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।


আরও পড়ুন: টানা চতুর্থ জয়ে শীর্ষস্থান মজবুত করলো বায়ার্ন


খেলোয়াড় বদলেও অবশ্য গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। হারই তাদের নিয়তি মনে হচ্ছিল। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোলের দেখা পায় মায়ামি। ২০ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাক টমাস আভিলেস গোল করে সমতায় ফেরান দলকে।


ইন্টার মায়ামি পরবর্তী প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী ৩০ জানুয়ারি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনিভার্সিতারিও।

]]>
সম্পূর্ণ পড়ুন