নতুন বছরে অভিনেত্রী দুটি সিনেমার কাজে ব্যস্ত, যেগুলো চলতি বছরই মুক্তি পাবে। একটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান সিনেমা ‘আলফা’।
অন্যটি ক্যারিজম্যাটিক নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর স্বামী রণবীর কাপুরের সঙ্গে পর্দায় ফিরছেন আলিয়া। এতে আরও আছেন ভিকি কৌশলের মতো অভিনেতা। দুটি ছবি ঘিরে এরইমধ্যে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমা দুটি নিয়ে সমান উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলিয়া ভাট। ‘আলফা’ নিয়ে তার উত্তেজনার বড় কারণ, বহুল আলোচিত যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্সে যুক্ত হওয়ার সুযোগ। এর আগে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ও বলিউডের ‘জিগরা’ ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করলেও আলিয়া মনে করেন ‘আলফা’ই তার প্রথম প্রকৃত অ্যাকশন ছবি।
এই তারকা জানান, সন্তানের জন্মের পর অ্যাকশন দৃশ্যে অভিনয় করা তার জন্য বড় এক শেখার অভিজ্ঞতা ছিল। এতে তিনি বুঝতে পেরেছেন, তার শরীর কতটা সক্ষম এবং কত দূর পর্যন্ত যেতে পারে।
অন্যদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে আলিয়া জানান দীর্ঘ কাজের পরও এ সিনেমার শুটিং সেটে ক্লান্তিহীন ছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়,
এটি বিরল সিনেমাগুলোর একটি, যার কাজ করতে গিয়ে কখনো ক্লান্তি আসে না বরং শুটিং সেটে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা জাগে।’
সাক্ষাৎকারে পরিচালক সঞ্জয় লীলা বানসালি প্রসঙ্গেও কথা বলেন আলিয়া। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র বক্স অফিস সাফল্য ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পর সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার মাধ্যমে আবারও কাজ করার সুযোগ পেয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: অভিনয় দুনিয়ায় পা রাখছেন এ আর রহমান
এ সুযোগকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলে মনে করেন আলিয়া। নায়িকার ভাষায়, ‘বানসালি প্রতিটি মুহূর্তে একধরনের জাদু তৈরি করতে জানেন। তার সঙ্গে কাজ করা একটি ‘অমূল্য অভিজ্ঞতা’।’
আরও পড়ুন: নাতির প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ, একদিনে ‘ইক্কিস’র আয় কত?
]]>

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·