একেই হয়তো বলে টাকার উপর শুয়ে থাকা। ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করে আক্ষরকি অর্থেই টাকার বিছানায় শুয়ে আছেন আর্লিং হলান্ড। ১০ বছরের নতুন চুক্তিতে সিটিজেনরা নরওয়েজিয়ান তারকাকে যা দেবে তা অনেক ক্লাবের পক্ষেই বহন করা অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার হল্যান্ড।
ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্লিং হলান্ডের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। এর মাঝেই গোল মেশিনকে ২০৩৪ পর্যন্ত নিজেদের করে রাখলো ম্যান সিটি। নতুন চুক্তিতে প্রতি সপ্তাতে ৪ লাখ ৭৪ হাজার ইউরো থেকে ৬ লাখ ইউরো পর্যন্ত আয় করবেন সিটি স্ট্রাইকার। সিজন প্রতি যা দাঁড়াবে ৩০ মিলিয়নে। সেই হিসেবে এক দশকে নরওয়েজিয়ান স্ট্রাইকারকে ম্যানচেস্টার সিটি পরিশোধ করবে ৩০৮ মিলিয়ন ইউরো।
আর্লিং হলান্ড নতুন চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে সেকেন্ডের হিসেবে আয় করবেন। সেকেন্ড প্রতি তার ইনকাম এক ইউরো, মিনিটে ৬০। সেই হিসেবে ঘণ্টায় দাঁড়ায় ৩ হাজার ৬০০ ইউরো। দিনশেষে ২৪ ঘন্টায় গোল মেশিনের অ্যাকাউন্টে যোগ হবে ৮৭ হাজার ইউরো। বাংলা টাকায় যার পরিমাণ ১ কোটি ১০ লাখ টাকার কাছাকাছি।
আরও পড়ুন: ‘স্পেনে গিয়ে আচরণ বদলে গেছে’ ব্রাজিলিয়ান ফুটবলারের, ডিভোর্স দিচ্ছেন স্ত্রী
ম্যানচেস্টার সিটি আর্লিং হলান্ডকে প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার বানালেও রোনালদোর তুলনায় তা সামান্যই। আগামী এক বছরের জন্য আল নাসর রোনালদোকে যে পরিমাণ অর্থ অফার করতে চলেছে তা এক কথায় অসম্ভব কিছু। হলান্ডের দৈনিক বেতন যেখানে ১ কোটি ১০ লাখ টাকা সেখানে রোনালদোর জন্য সৌদি ক্লাবটি নিয়ে বসে আছে ৬ কোটি ২৬ লাখ টাকা।
আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তি শেষ হবে আসছে গ্রীষ্মে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে ধরে রাখতে আকর্ষণীয় চুক্তি তৈরি করেছে নাইট অব নাজদ। যে চুক্তির মেয়াদ ২০২৬ এর জুলাই পর্যন্ত। মজার বিষয় হচ্ছে এখানে কোনো কন্ডিশন রাখছে না নাসর, পুরো বিষয়টিই নির্ভর করবে রোনালদোর মর্জির ওপর।
আরও পড়ুন: আরও এক ৮০ মিলিয়ন ইউরো-দামের খেলোয়াড় কিনছেন গার্দিওলা
আল হিলাল কিংবা আল ইত্তিহাদ যাতে রোনালদোর দিকে হাত না বাড়ায় এ জন্য মালিকানার ৫ শতাংশ ছেড়ে দিচ্ছে আল নাসর। পাশাপাশি শুধু বেতন হিসেবে বছরে দেবে ২০০ মিলিয়ন ইউরো। দিনপ্রতি এই অঙ্কটা ৫ লাখ। বাংলা টাকায় যার পরিমাণ ৬ কোটি ২৬ লাখ টাকারও বেশি।
]]>