মঙ্গলবার (১৭ জুন) এক টেলিভিশন সাক্ষাৎকারে, ইহুদিবাদী শাসনব্যবস্থার ওপর ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি দিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে।
তিনি বলেন, ‘আমাদের জাতি একটি চাপিয়ে দেয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করছে।’
আরও পড়ুন: সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি
এসময়, ইরানের প্রতিরক্ষামূলক অবস্থানের ওপর জোর দেন ব্রিগেডিয়ার জেনারেল রেজা, একই সাথে ইরানি জাতিকে রক্ষা করার জন্য উপলব্ধ সব উপায় ব্যবহার করার জন্য প্রস্তুতির কথাও জানান।
টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, কিন্তু আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরিখাগুলো প্রশস্ত এবং সমাজের সকল স্তরের মানুষ এতে জড়িত।’
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ ‘সহ্য করার ক্ষমতা’ নেই ইসরাইলি সরকারের।
তিনি সতর্ক করে বলেন,
শত্রুরা দীর্ঘ যুদ্ধে টিকে থাকতে পারবে না এবং এটি চলতে থাকলে, ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে।
মঙ্গলবার (১৭ জুন) ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক।
আরও পড়ুন: ইরানে ইসরাইলের হামলা নিয়ে মুখ খুললেন শি জিনপিং
বলেন,
আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি ক্ষেপণাস্ত্র (নতুন) ব্যবহার করেছি এবং ইহুদিবাদী সরকার বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে। তাদের জন্য এই ধরনের আরও বিস্ময় অপেক্ষা করছে।
সূত্র: প্রেস টিভি
]]>