নতুন করে ৩৬ দেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র!

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্র নতুন করে ৩৬টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সই করা অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তায় দেশগুলো নিয়ে বেশ কিছু ‘উদ্বেগ’ তুলেছে ধরা হয়।

নতুন করে এবার আরও ৩৬টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা এক অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তার বরাত দিয়ে একথা জানায় বার্তা সংস্থা রয়টার্স। যেখানে, দেশগুলো নিয়ে বেশ কিছু উদ্বেগ তুলেছে ধরা হয়। 

 

পাশাপাশি, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

 

হোয়াইট হাউস বলছে, যেসব দেশ ‘বিশ্বস্ত পরিচয়পত্র’ দিতে ব্যর্থ হবে কিংবা নিজেদের নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতা করছে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এজন্য দেশগুলোকে ৬০ দিনের সময় বেঁধে দেয়া হয়। 

 

আরও পড়ুন: ইসরাইলের অর্থমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

 

এই সময়ের মধ্যে নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন না আনলে পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তার এসব তথ্য উঠে আসে।

 

এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি সন্ত্রাসী ও অন্যান্য জাতীয় নিরাপত্তার হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার প্রয়োজনীয়তার কথা বলে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন