নতুন করে করোনায় আক্রান্ত কমলো

৩ সপ্তাহ আগে
দেশে এক দিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এর আগে বুধবার ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন বুধবার (১০ জুন) ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।


নতুন করে ১০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। আর নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে অপরিবর্তিত রয়েছে।
 

আরও পড়ুন: জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যেতে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন