শনিবার (১৪ জুন) রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন: কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৬), একই গ্রামের আসাদ শেখের ছেলে আলী শেখ (২৮) ও জাহিদ ভূঁইয়ার ছেলে হায়দার ভূঁইয়া (২৫)।
আরও পড়ুন: শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, আটক ৪৫
জানা যায়, অনলাইন প্রতারকদের চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছেন দেশের শত শত পরিবার। অনলাইনে পণ্যের টাকা পরিশোধ করেও পণ্য বুঝে পাননি।
পরে প্রতারণার ফাঁদে পড়ে এক ভুক্তভোগী অভিযোগ করেন নড়াইল সেনাবাহিনীর কাছে। এ ছাড়াও কালিয়ার একটি অঞ্চলে মাদকের প্রভাবে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে আর এসব মাদক সরবরাহ করছে একটি চক্র। এসব অভিযোগ আমলে নিয়ে শনিবার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর কালিয়া অস্থায়ী ক্যাম্প ও পুলিশ।
আরও জানা যায়, ‘গ্লোবাল বাজার নামক’ ভুয়া অনলাইন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে অনলাইন প্রতারক চক্রের মূলহোতা আকাশকে আটক করা হয়, তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের গডফাদার রুবেলের বাড়িতে অভিযান চালালে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তবে তার বাড়ি থেকে ৫টি মোবাইল ফোন, ১৬টি বিভিন্ন অপারেটরের সিম উদ্ধারের পাশাপাশি একটি ৩০০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
এ ছাড়াও আরও দুটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক, দেশীয় অস্ত্রসহ আলী ও জাহিদ ভূঁইয়াকে আটক করা হয়।
অভিযানে, অভিযুক্তদের থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল, ২১টি বিভিন্ন অপারেটরের সিম, একটি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, গাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অভিযুক্তদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে জানান, কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়াও অনলাইন প্রতারণা রোধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত হয়ে আর্থিক লেনদেনের অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।