নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৪ সপ্তাহ আগে
নওগাঁর মহাদেবপুরে পুকুরে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফাপুর বিনোদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো: আজিজুর রহমানের ছেলে আরাফাত (৬) ও সিরাজুল ইসলামের ছেলে নাঈম (৪)।

 

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশু বাড়ির পাশে খেলছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ছুটে খুঁজতে বের হন। কিছুক্ষণ পর গ্রামবাসীরা দেখতে পান পুকুরে একটি শিশুর দেহ ভেসে উঠেছে। দ্রুত পানিতে নেমে তাকে তোলা হয়। পরে একই পুকুর থেকে আরও এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

 

গ্রামের বাসিন্দা সাদ্দাম বলেন, ‘শিশু দু’টি নিখোঁজ হওয়ার পর যখন পানিতে ভাসতে দেখলাম, তখন বুকটা কেঁপে উঠেছিল। আমরা দ্রুত নামলেও ওরা আর বাঁচেনি। মুহূর্তেই দুটি পরিবার অন্ধকারে ডুবে গেল।’

 

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশুদের নিথর দেহ কোলে নিয়ে মায়ের আহাজারি আর বাবার নির্বাক হয়ে বসে থাকা—সব মিলিয়ে হৃদয়বিদারক এক পরিবেশ সৃষ্টি হয়।

 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

]]>
সম্পূর্ণ পড়ুন