নওগাঁয় জানালার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ লাখ টাকা লুট

২ সপ্তাহ আগে
নওগাঁ সদরের একটি বাড়ির সব সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলার চক আতিথা বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকায় ১০/১২ জনের এক দল ডাকাত ব্যবসায়ী একরামুল হকের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এ সময় বাসার জানালাার গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির সব সদস্যের হাত-পা বেঁধে ফেলে। তারা বাড়ির সিসি টিভি ফুটেজ নষ্ট করে ডিভাইস খুলে নেয়।


এ সময় পরিবারের সদস্যদের মারধর করে আলমারি ও সিন্ধুকের চাবি নিয়ে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৭০ লাখ টাকা লুট করে নেয় বলে পরিবারের দাবি।


আরও পড়ুন: রাজবাড়ীতে ডাকাতি, গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার


এ বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকি।


তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী একরামুল হক। পুলিশ বিষয়টির তদন্ত করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন