বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে তাদের দেশে পাঠানো হলে সীমান্তে টহলরত ১৪ বিজিবির সদস্যরা তাদের আটক করে।
আটকদের মধ্যে ৮ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
আটককৃতরা হলেন: হাছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) এবং সুমন হোসেন (২৭)।
আরও বলুন: নওগাঁয় অপহরণের পর হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
বিজিবি সূত্রে জানা যায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ধামইরহাট উপজেলার মহেষপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
]]>