ধোঁয়াশা কাটল রাকসু নির্বাচনের

১ সপ্তাহে আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ধোঁয়াশা কাটলো। মনোনয়য়পত্র বিতরণ কার্যক্রমে নিধেষাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

রাকসুর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানান, আগামী ২৪, ২৫ও ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ভোট।

 

দীর্ঘ ৩৬ বছর পর তফসিল ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল। তফসিল অনুযায়ী, বুধবার সকাল থেকে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরুর কথা। কিন্তু তা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। 

 

মঙ্গলবার রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া নোটিশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত বন্ধ থাকবে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।
 

আরও পড়ুন:  রাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণের আগের দিন বন্ধের নোটিশ
 

এমন সিদ্ধান্তে রাকসু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। তবে বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আগামী ২৪, ২৫ও ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ভোট।
নির্ধারিত সময়েই রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন করার দাবি জানিয়েছেন ছাত্রদল, ছাত্রশিবির ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
 

এ পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ নির্বাচন হয়েছে ১৯৮৯ সালে। আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৭১ জন।

]]>
সম্পূর্ণ পড়ুন