সোমবার (১৬ জুন) সাভারের মজিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহিমের বাড়ি মানিকগঞ্জ। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার ইব্রাহিম আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট। তিনি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও টেকনাফসহ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে ঢাকা মহানগরীসহ আন্তঃজেলায় বিক্রয় করত। সে সুবাদে ২০০৯ সালের ৫ মে ধামারাই থানাধীন এলাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকসহ পুলিশ তাকে গ্রেফতার করে, যার প্রেক্ষিতে একটি মাদক মামলা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানান, মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে তিনি প্রায় দীর্ঘ ১৫ বছর পলাতক ছিলেন। জামিনে মুক্তি পেয়ে তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
আরও পড়ুন: বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬২৮
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামিকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে। তার প্রেক্ষিতে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন সাজা দেন এবং সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর থানার অধিযাচন পত্রের মাধ্যমে র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে।