ধানক্ষেতে ব্যাগ রেখে পালাল পাচারকারীরা, দেড় লাখ ইয়াবা উদ্ধার

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের উখিয়ায় ধানক্ষেতে মাদক ভর্তি ব্যাগ রেখে পাচারকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ইয়াবা।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে উখিয়ার বালুখালীস্থ আঞ্জুমান খালপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।


উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উখিয়া সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদ পায় বিজিবি। যার কারণে উখিয়া সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়।
 

শনিবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ও পালংখালী বিওপি’র নিয়মিত টহলদল বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমান খালপাড় নামক স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিয়ানমার হতে ২-৩ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের উভয়ই পাচারকারীদের ধাওয়া করে বিজিবি। একজন পাচারকারী স্থানীয় অস্ত্র নিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য দুজন মাদক ভর্তি ব্যাগ নিয়ে ধানক্ষেতের মধ্য দিয়ে দুই দিকে পালিয়ে যায়। তবে ধাওয়া দিয়েও পাচারকারীদেরকে আটক করতে পারেনি।
 

আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে এনার্জি ড্রিংকস ও সারসহ আটক ৬

বিজিবি অধিনায়ক বলেন, বালুখালী ও পালংখালী বিওপি’র বিজিবির যৌথ টহলদল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ২ টি নীল রঙ্গের ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত ২টি ব্যাগের মধ্যে ১ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। ওই এলাকাটি আরো তল্লাশি কার্যক্রম চালানো হলেও আর কোনো মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন