ধর্ষণের বিরুদ্ধে নির্মাতাদের মানববন্ধন

৩ দিন আগে
নারী ও শিশুদের ওপর হওয়া সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ চলছে সারাদেশে। এ প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। এ সময় ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে প্লেকার্ড হাতে নিয়ে রাস্তায় উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী ও নির্মাতারা।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ, প্রীতি দত্তসহ অনেকে।

 

সবাই তিন মাসের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি তোলেন। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হলে সবার বিবেক জাগ্রত হবে, দেশে ধর্ষণের ঘটনা কমবে বলে মনে করেন তারা।

 

ডিরেক্টর গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম (ডান থেকে তৃতীয়)। ছবি: সংগৃহীত

 

এ প্রসঙ্গে নারী নির্মাতা ও ডিরেক্টর গিল্ডের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক প্রতিবাদ করে বলেন,

দেশে এখন যা চলছে তা মেনে নেয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে, শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপত্তা চাই।

 

নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন,

এত অন্যায়, অত্যাচার, বৈষম্য মেনে নিতে পারবো না। নিজের জীবন দিয়ে হলেও আমরা নারীদের সম্ভ্রম রক্ষা করবো।

 

আরও পড়ুন: শিশু ধর্ষণের ঘটনায় বিচার চাইলেন শাকিব খান

 

গত ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়। দুলাভাই সজিব শেখের (১৯) সহায়তায় তার বাবা হিটু শেখ (৪৭) শিশুটিকে ধর্ষণ করে।

 

আরও পড়ুন: ভয়ংকর লুকে আসছেন নুসরাত ফারিয়া!

 

এমন ন্যক্কারজনক ঘটনা জানার পর স্তম্ভিত পুরো দেশ। এদিকে দেশের বিভিন্ন জায়গায় হঠাৎই বাড়তে শুরু করেছে ধর্ষণের ঘটনা। তাই দেশবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন