রোববার (৩১ আগস্ট) উপজেলার সুখকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতার তাহাজ্জদ হোসেন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের আমিন উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী গৃহবধূ (২৫) গ্রামের ব্র্যাক অফিসের পাশে বাড়িতেই একটি মুদি দোকান চালান। তার স্বামী রাজমিস্ত্রি হওয়ায় প্রায়ই কাজের জন্য বাইরে থাকেন। এই সুযোগে প্রতিবেশী তাহাজ্জুদ হোসেন দোকানে যাতায়াতের অজুহাতে প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন।
আরও পড়ুন: টেকনাফে শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির ১০ বছরের কারাদণ্ড
রোববার দুপুরে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় আবারও কুপ্রস্তাব দেয় অভিযুক্ত। এতে রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূ বাধা দিলে একপর্যায়ে তার বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে।
পরে গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এরপর ভুক্তভোগী নিজেই চৌগাছা থানায় হাজির হয়ে তাহাজ্জুদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।’
]]>