মঙ্গলবার (১১ মার্চ) রাতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মশাল মিছিল নিয়ে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনগুলো।
এদিন নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সন্ধ্যার পর থেকেই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন বাম সংগঠনের নেতাকর্মীরা। ৭টায় শুরু হয় মশাল মিছিল। মিছিলটি টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ নয় দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার সময় বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যদের ওপর পুলিশ হামলা করেছে অভিযোগ করেন।
আরও পড়ুন: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বিষয়ে যা জানাল সিএমএইচ
তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা রোধে সরকার বারবার ব্যর্থ হচ্ছে। অপরাধীরা বিচারহীনতার সুযোগ নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে।
তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তারা।