শুক্রবার (২০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আয়োজনে কবি জসীম উদদীন হলে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সহকারী সেক্রেটারি জেনারেল।
প্রধান অতিথি’র বক্তব্যে হামিদুর রহমান আজাদ আরও বলেন, ‘রাষ্ট্র পরিবর্তনে সমাজ পরিবর্তনে সাংবিধানিক পদ্ধতি হলো নির্বাচন পদ্ধতি। জামায়াত তার উদ্দেশ্যে ও লক্ষ্যে নিয়মতান্ত্রিক পন্থা গণতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এজন্য আমাদের আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।’
আরও পড়ুন: কমিশনের বৈঠকে না আসার কারণ জানালো জামায়াত
তিনি বলেন, ‘এ যাবৎকাল যারা দেশ শাসন করেছে তারা কি সুশাসন কায়েম করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে, মানুষের অধিকার ন্যায় বিচার কোনটাই করতে পারেনি। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, আব্দুল ওহাব, আবু হারিচ মোল্যা প্রমুখ।