দ্রুততম সেঞ্চুরি করা সূর্যবংশী কেড়ে নিলেন শান্তর বিশ্ব রেকর্ড

৩ সপ্তাহ আগে
কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএল দল পেয়েই বৈভব সূর্যবংশীর কিছুটা নামডাক হয়েছিল। ১৪ বছর বয়সি এই ক্রিকেটারের নামডাক আরও বাড়ে রাজস্থান রয়্যালসের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে। গুজরাট টাইটান্সের বিপক্ষে সেদিন মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি।

সূর্যবংশী এখন আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরিয়ান, সব মিলিয়ে দ্বিতীয়। সামগ্রিকভাবে সবচেয়ে কম বলে শতরান করা ব্যাটারের নাম ক্রিস গেইল (৩০ বল)। এই তালিকায় সূর্যবংশী নাম লেখালেন দুইয়ে। বিধ্বংসী ব্যাটিংয়ে তিনি এরপর থেকেই প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। এবার যা করলেন, তাতে পুরো ক্রিকেট বিশ্বই অবাক হতে বাধ্য।


ভারত অনূর্ধ্ব-১৯ দল এই মুহূর্তে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে, আজ গড়াচ্ছে চতুর্থ ম্যাচ। প্রথম তিন ম্যাচে তার স্কোরগুলো ৪৮, ৪৫ ও ৮৫। উস্টারের কাউন্টি গ্রাউন্ডে আজ বেন মাইয়েসের ওভারে আউট হওয়ার আগে খেললেন ১৪৩ রানের ইনিংস।


সূর্যবংশী ১৪৩ রান করেছেন ৭৮ বলে, ১৩ চার ও ১০ চারে। সেঞ্চুরিতে পৌঁছেছিলেন মাত্র ৫২ বলে। এর মাধ্যমে যুব ওয়ানডের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গেলেন তিনি। আগের রেকর্ডটি পাকিস্তানের কামরান গুলামের, ২০১৩ সালে। গুলামের আগে প্রায় ৭ বছর রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। এই দুজনের রেকর্ডের প্রতিপক্ষ ওই একটিই—ইংল্যান্ড।


আরও পড়ুন: বাংলাদেশের রেকর্ড ভেঙে দিলো ইংল্যান্ড


১৪৩ রানের ইনিংস দিয়ে সূর্যবংশী আরেকটি বিশ্ব রেকর্ড দখলে নিয়েছেন। ১৪ বছর ১০০ দিন বয়সে শতক করে তিনি এখন যুব ওয়ানডের ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। ১২ বছর আগে বিশ্ব রেকর্ডটি দখলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তখন তার বয়স ছিল ১৪ বছর ২৪১ দিন।


সূর্যবংশীর মারকুটে ইনিংসে ভারতও পেয়েছে বিশাল সংগ্রহ। ৯ উইকেটে ৩৬৩ রান তুলেছে তারা। সেঞ্চুরি করেছেন ওয়ানডাউনে নামা ভিহান মালহোত্রাও। ১২১ বলে ১২৯ রান করে আউট হন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন