দ্রুতই চালু হবে চট্টগ্রামের ইনডোর: ফাহিম

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামের ইনডোর ব্যবস্থা এখনও চালু হয়নি। ফলে বৃষ্টির কারণে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি বাংলাদেশ এইচপি ও বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। বিষয়টিকে দুঃখজনক বলেছেন বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এবং এও বলেছেন, দ্রুতই চালু হবে চট্টগ্রামের ইনডোর।

চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাহিম বলেছেন, ‘(ইনডোর চালু না হওয়ায় প্রস্তুতি নিতে না পারা) খুবই দুর্ভাগ্যজনক। সামনে ২-৪ দিনের মধ্যে কার্যকরী হয়ে যাবে। বিগত দিনগুলোতে ব্যাঘাত ঘটেছে অনুশীলনে।'

 

আরও পড়ুন: ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল ভারত

 

দীর্ঘদিন ধরেই চট্টগ্রামের ইনডোর তেমন কার্যকর নয়। সে কারণেই ইনডোরে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। ‘ইনডোর যেহেতু কার্যকর ছিল না। প্রশিক্ষণে বাঁধা দিয়েছে। সে কারণেই আসা, কীভাবে করলে আরও কার্যকরী হতে পারত।’    

 

আরও পড়ুন: ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার কথা ভেবেছিলেন চাহাল

 

ফাহিম আরও বলেছেন, ‘দলের প্রস্তুতি চলছে, এইচপি, পাইপলাইনে যারা আছে। আমাদের সবচেয়ে ভালো যারা প্লেয়ার, তারা এখানে প্রস্তুতি নিচ্ছে। কেউ সফর বা কেউ অন্য কোনো প্রোগ্রামের জন্য। এখানে গুরুত্ব দেওয়া জরুরি। আমাদের এসে দেখাও জরুরি। তাহলে বুঝতে পারব কোথায় কী সুবিধা-অসুবিধা আছে। এই প্রস্তুতি কীভাবে হচ্ছে। পরে কখনও ক্যাম্প হলে এখন যে সমস্যাগুলো আছে সেগুলো হয়ত থাকবে না।’ 

 

এদিকে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ টাইগার্সকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল।

]]>
সম্পূর্ণ পড়ুন