বুধবার (১১ জুন) দুপুরে পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন ভিপি নূর।
ভিপি নুরুল বলেন, ‘বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্বাচনী রোডম্যাপ দিতে বলেছিলাম। তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলেছে, কিন্তু ফেব্রুয়ারি থেকে রোজা, ঈদ, এসএসসি পরীক্ষা এবং গরমসহ বিভিন্ন সমস্যা রয়েছে তাই ডিসেম্বর জানুয়ারির মধ্যে সভা নির্বাচন করলে ভালো হয়। তবে এর মধ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দফতরগুলোর সংস্কার করা জরুরি। যাতে একটি প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন হয় এবং প্রতিটি মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’
আরও পড়ুন: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন ভিপি নুর
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন না হলে আজকে আসিফ-নাহিদ তৈরি হতো না। অনেকে আমার গণভবনে যাওয়ার ভিডিও নিয়ে ট্রল করেন এই বয়সে যা করেছি অনেকে চৌদ্দ পুরুষ ধরেও তা করতে পারবে না। ভিপি নূর, ডাকসু নির্বাচন ও ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২৪ এর গণঅভ্যুত্থান এই বাংলায় হতো না।’
ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে পরিচিতি সভায় কেন্দ্র, জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন। পরে গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার বর্ধিত সভায় অংশগ্রহণ করেন ভিপি নুর।