মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সৈয়দ এ.কে একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে তিনি বিজয়ী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হন সৈয়দ এ.কে একরামুজ্জামান।
আরও পড়ুন: সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: সড়ক অবরোধ করে নেতাকর্মীদের বিক্ষোভ
পরে তিনি দলের চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেন।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস.এ.কে একরামুজ্জামানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির না: মির্জা ফখরুল
উল্লেখ্য:- গত ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ.কে. একরামুজ্জামান প্রার্থীতা প্রত্যাহার করেন। এর আগেই তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।
]]>

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·