দোয়ারাবাজার সীমান্তে ২ মানবপাচারকারীসহ আটক ৬

২ দিন আগে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে দুই মানবপাচারকারীসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

বুধবার (২ জুলাই) দুপুরে বাগানবাড়ি সীমান্তের ইদুকোনা গ্রাম থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- ইমন হোসেন (২২) আবুল হোসেন (৫৫), নজরুল ইসলাম মোড়ল(২০), লিটন মীর(৫০), নজরুল ইসলাম (৪০),শাহিন মিয়া(৩০)। তাদের মধ্যে দুজনের বাড়ি ফরিদপুর ও দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়।


বিজিবি জানায়, আটক মানব পাচারকারীরা দোয়ারাবাজার উপজেলার ইদু কোনা গ্রামের ইমন হোসেন ও আবুল হোসেন টাকার বিনিময়ে দেশের বিভিন্ন জেলার লোকজনকে ভারতীয় মানবপাচারকারীদের সহায়তায় ভারতের বিভিন্ন স্থানে কাজ করতে পাঠানোর কাজ করত। এ চারজনকে অবৈধ উপায়ে ভারতের পাঠানোর প্রক্রিয়া শুরু করলে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে করে। তারা ভারতে ৪ থেকে ৫ মাস কাজ করে আবার একইভাবে বাংলাদেশে ফিরে আসে। তাদের অনেক আত্মীয় স্বজন এখনও ভারতে অবৈধ কাজ করছেন।


আরও পড়ুন: বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা


সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ওই এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন