শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী দুর্বৃত্তরা তাকে অপহরণ করেছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও তার দোকানের কর্মচারী তাপস ও শংকর বলেন, ‘সিবু বনিক প্রতিদিনের মতো দোকানের সাটার টেনে ভেতরে বসে টাকা গুনছিলেন । এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জনের মুখোশধারী দুর্বৃত্তরা ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে সাড়ে ৫ লাখ টাকাসহ সিবু বনিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে নিয়ে যায়।’
খবর পেয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: যশোরে সাবেক কাউন্সিলরকে অপহরণের পর কুপিয়ে হত্যা
ওসি কামাল হোসেন জানান, তিনি খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
আরও পড়ুন: কারাগারের সামনে থেকে সাবেক এমপির ছেলে অপহরণ!
উল্লেখ্য, সিবু বনিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরির পাইকারি ব্যবসা করে আসছিলেন। ঘটনাস্থলের অদূরে কালাই নৌ-ফাঁড়ি অবস্থিত।
এ ঘটনার পর ওই বন্দরের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
]]>